রাজধানী ঢাকাস্থ উপাসক-উপাসিকাবৃন্দের উদ্যোগে আজ ১৩ ডিসেম্বর,২০১৩ ইং, শুক্রবার সকাল ১০ টায় ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে ১২২তম মাসিক সর্বজনীন অষ্টপরিস্কারসহ সংঘদানানুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত দানানুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি এবং বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘের সহ-সভাপতি, একুশে পদকে ভূষিত, মানবতাবাদী ব্যক্তিত্বমাননীয় সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের। এই দানানুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব ড. প্রণব কুমার বড়ুয়া, সহ-সভাপতি রনজিত কুমার বড়ুয়া প্রমুখ। মাসিক সর্বজনীন অষ্টপরিস্কারসহ সংঘদানানুষ্ঠান উৎসর্গ ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করেন ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আবাসিক
ভিক্ষু শ্রীমৎ আনন্দ থের। উদ্যোক্তা এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার
সংঘের ধর্ম ও সংস্কৃতি সচিব রীটন কান্তি বড়ুয়া প্রারম্ভিক বক্তব্য প্রদান
করেন এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন। সংঘদানে বিপুল সংখ্যক উপাসক-উপাসিকা উপস্থিত ছিলেন।
Friday, December 13, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment