Thursday, June 5, 2014

0 ✔ বুদ্ধের দীক্ষা নিচ্ছেন শাহরুখ!

চঞ্চল শাহরুখের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে শান্ত রাখা। কারণ সপ্তম আইপিএল জয় এবং সংবর্ধনা, নতুন ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’র শ্যুটিং নিয়ে ব্যস্ততা, সবমিলিয়ে ৪৮ বছর বয়সেও উন্মাদনার তুঙ্গে বলিউড বাদশা কিং খান।

শাহরুখ নিজেই টুইট করে জানিয়ে ছিলেন, আইপিএলের ফাইনাল চলাকালীন নিজের
উদ্বেগকে নিয়ন্ত্রণে রাখতে পারছিলেন না বলে মুহূর্মুহূ টুইট করছিলেন তিনি। তার আঙুল সেদিন থামতেই চায়নি।

এছাড়া বাদশাকে সবাই চেন স্মোকার বলেই চেনে। নিজের উদ্বেগ কমাতেই নাকি এতো বেশি সিগেরেট খান। তবে এবার নিজেকে শান্ত রাখার জন্য অন্য পন্থা নিয়েছেন কিং খান। তিনি এখন গৌতম বুদ্ধের দীক্ষা নিতে তার জীবনী নিয়ে অনেকটা সময়
কাটাচ্ছেন।

গৌতম বুদ্ধের জীবনী নিয়ে লেখা অনেকগুলো বই তিনি যোগার করেছেন। এমনকি এসব বই পড়াও শুরু করে দিয়েছেন এই ব্যস্ত অভিনেতা।

উৎস : বাংলামেইল২৪ডটকম।

0 comments:

Post a Comment