১০ম আন্তর্জাতিক ত্রিপিটক পাঠ সম্মেলন ০২-১২ ডিসেম্বর, ২০১৪ ইং
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
বিশ্ব বৌদ্ধদের পূত-পবিত্র পূণ্যভূমি মহাতীর্থ ভারতের বুদ্ধগয়ার বোধি বৃক্ষ চত্বরে ১০ দিন ব্যাপী ১০ম আন্তর্জাতিক ত্রিপিটক পাঠ সম্মেলন আগামী ২ ডিসেম্বর, ২০১৪ থেকে শুরু হতে যাচ্ছে। ১০ দিনের এই ত্রিপিটক পাঠ সম্মেলন ১৩ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত হবে। উক্ত সম্মেলনের আয়োজক ইন্টারন্যাশনাল ত্রিপিটক চান্টিং কাউন্সিল (প্রতিষ্ঠা ২০০৬, ২৫৫০ বুদ্ধাব্দ) -এর সূত্র মতে, এবারের সম্মলনে বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ভিয়েতনাম, লাওস, মায়ানমার, নেপাল, শ্রীলংকা এবং থাইল্যান্ড এ ৯ টি দেশ হতে মহান ভিক্খু উপস্থিত থাকবেন। এছাড়াও, উক্ত সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ হতে বিশিষ্ট প্রবীণ ভিক্খুসংঘ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, এবারের ত্রিপিটক পাঠ সম্মেলন কম্বোডিয়ান ভিক্ষুসংঘের প্রধানত্বে পরিচালিত হবে। ১০ দিনের এই মহাপূণ্যময় ত্রিপিটক পাঠ শেষে ১০০ জন পূজনীয় ভিক্ষু ও ১০০ জন উপাসকবৃন্দের একটি দল মহাবোধি বৃক্ষকে সম্মান প্রদর্শন পূর্বক ১৩ কিলোমিটারের এক ঐতিহাসিক পদব্রজে অংশগ্রহণ করবেন।
জগতের সকল প্রাণী সুখী হউক।
• তথ্যসূত্র:- https://www.facebook.com/AllBuddhist
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
বিশ্ব বৌদ্ধদের পূত-পবিত্র পূণ্যভূমি মহাতীর্থ ভারতের বুদ্ধগয়ার বোধি বৃক্ষ চত্বরে ১০ দিন ব্যাপী ১০ম আন্তর্জাতিক ত্রিপিটক পাঠ সম্মেলন আগামী ২ ডিসেম্বর, ২০১৪ থেকে শুরু হতে যাচ্ছে। ১০ দিনের এই ত্রিপিটক পাঠ সম্মেলন ১৩ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত হবে। উক্ত সম্মেলনের আয়োজক ইন্টারন্যাশনাল ত্রিপিটক চান্টিং কাউন্সিল (প্রতিষ্ঠা ২০০৬, ২৫৫০ বুদ্ধাব্দ) -এর সূত্র মতে, এবারের সম্মলনে বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ভিয়েতনাম, লাওস, মায়ানমার, নেপাল, শ্রীলংকা এবং থাইল্যান্ড এ ৯ টি দেশ হতে মহান ভিক্খু উপস্থিত থাকবেন। এছাড়াও, উক্ত সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ হতে বিশিষ্ট প্রবীণ ভিক্খুসংঘ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, এবারের ত্রিপিটক পাঠ সম্মেলন কম্বোডিয়ান ভিক্ষুসংঘের প্রধানত্বে পরিচালিত হবে। ১০ দিনের এই মহাপূণ্যময় ত্রিপিটক পাঠ শেষে ১০০ জন পূজনীয় ভিক্ষু ও ১০০ জন উপাসকবৃন্দের একটি দল মহাবোধি বৃক্ষকে সম্মান প্রদর্শন পূর্বক ১৩ কিলোমিটারের এক ঐতিহাসিক পদব্রজে অংশগ্রহণ করবেন।
জগতের সকল প্রাণী সুখী হউক।
• তথ্যসূত্র:- https://www.facebook.com/AllBuddhist
0 comments:
Post a Comment